হাঁস-মুরগির রোগ পরিচিতিঃ ফাউল কলেরা

ফাউল কলেরা

ফাউল কলেরা হাঁস-মুরগির একটি ছোয়াচে রোগ। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগে মৃত্যুর হার প্রায় ৫০-৭৫% পযন্ত হতে পারে। এতে খামার বেশ আর্থিক ক্ষতি সম্মুখীন হয়।

ফাউল কলেরা কেন হয়?


ফাউল কলেরা Pasteurella matocida   নামক ব্যাক্টেরিয়া দ্বারা হয়ে থাকে ।
Pasteurella matocida নামক ব্যাক্টেরিয়া

ফাউল কলেরা সম্পকে কিছু তথ্যঃ


১।  ২-৪ মাস বয়সের হাঁস-মুরগিতে এই রোগ দেখা যায়।

২। অতিরিক্ত গরম পড়লে মুরগি এই রোগে বেশি আক্রান্ত হয়।

৩। এছাড়া পরিবেশে বেশি পরিমান আদ্রতা থাকলে ও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে ।

ফাউল কলেরা রোগের লক্ষণঃ


১) তীব্র আক্রমনের ক্ষেত্রে কোন লক্ষণ প্রকাশের পূর্বেই পাখী মারা যায়।

২) তাপমাত্রা বেড়ে যাওয়া, ক্ষুমামন্দা, উস্কো-খুস্কো পালক, মুখ দিয়ে লালা পড়া, মুখমন্ডল রক্তাভ হয়ে যাওয়া, দুর্গন্ধযুক্ত পায়খানা হওয়া, শ্বাস-প্রশ্বাসের হার দ্রুততর হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।

৩) প্রাথমিক আক্রমরের ক্ষেত্রে সাদা ও পাতলা পায়খানা দেখা যায়। পরে পায়খানা সবুজ হয় এবং মিউকাস মিশ্বিত পাতলা পায়খানা দেখা যায়।

৪) এ রোগে আক্রন্ত হাঁস-মোরগ-মুরগী শুকিয়ে যায় এবং পানি শূন্যতায় আক্রান্ত হয়।

৫) মৃদু আকারে এ রোগ হলে অবসাদগ্রস্থতা, কনজাংটিভাইটিস, শ্বাসকষ্ট, খোড়ানো, ঘাড় ঘুরিয়ে পিঠের উপর রাখা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।

৬) মোরগ মুরগীর মাথার কুটি, গলকম্বল ও কানের লতিতে তরল পদার্থ জমে ফুলে যায় এবং নীলাভ বর্ণ ধারণ করে।

চিত্রঃ ফাউল কলেরা
চিত্রঃ ফাউল কলেরা

ফাউল কলেরা রোগের পোস্ট মর্টেম লক্ষনঃ


খালি চোখে যা যা দেখা যায়ঃ

১।হালকা রক্ত বিন্দু পাওয়া যাবে হৃদপিন্ড, গিলা , উদরের চবিতে।

২।যকৃ্ত কাল হয়ে যাবে, এবং শতকরা প্রায় ৮০% মুরগিতে যকৃ্তে সাদা স্পট পাওয়া যাবে।

৩।ওভা গুলো ভাঙ্গা, ভাঙ্গা হয়ে যাবে।

৪। আন্ত্রিক ক্ষত দেখা যাবে।

৫।হৃদপিন্ডে অসংখ্য রক্তের ফোটা পাওয়া যাবে।

চিকিৎসাঃ


১।যেহেতু ব্যাক্টেরিয়াজনিত রোগ তাই যে কোন একটি ভালো এন্টিবায়োটিক দিতে হবে, সে হিসাবে , ciprofloxacin, gentamycin, doxacycline ৩-৫ দিন দেয়া যেতে পারে।

২। এছাড়া যেহেতু পায়খানার সমস্যা আছে তাই একটি সালফার গ্রুপের ঔষধ দিতে হবে।এ ক্ষেত্রে Ati vet suspension/ Sulphatrim powder/S-trim vet ৩-৫ দিন এন্টিবায়োটিক  এর সাথে দিতে হবে,

৩।গরম বেশি পড়লে ভিটামিন সি / লেবুর রস দেয়া যেতে পারে।

 ফাউল কলেরা কিভাবে প্রতিরোধ করবেন?


১।ফাউল কলেরা ভ্যাক্সিন দিতে হবে।

২।খামারে জৈব নিরাপত্তা ভালোভাবে নিশ্চিত করতে হবে।

৩। খামারে ইদুরের উপদ্রুপ সম্পুনরুপে বন্ধ করতে হবে।

৪।সব সময় একজন ভাল রেজিস্টাড ভেটরিনারিয়ানের পরামশ নিতে হবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হাঁস-মুরগির টিকা প্রদান কর্মসূচি

মুরগির পোল্ট্রি খামার শুরু করার বিবেচ্য বিষয় সমূহ ( পর্ব-১)

মুরগির পোল্ট্রি খামার শুরু করার বিবেচ্য বিষয় সমূহ ( পর্ব-২)