সুস্থ প্রাণীর লক্ষন সমূহ কি কি?

প্রাথমিক চিকিৎসা বিজ্ঞান কাকে বলে?
বিজ্ঞানের যে শাখায় প্রাণীর বিভিন্ন রোগের কারন, বিস্তার, লক্ষন, চিকিৎসা ও প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বিজ্ঞান বলে |

সুস্থ প্রাণীর লক্ষন সমূহ কি কি?

১) প্রাণী তার পারিপার্শ্বিক অবস্থার প্রতি সজাগ থাকবে|

২) চলাফেরায় স্বাভাবিক থাকবে|

৩) দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকবে|

৪) নাড়ির গতি ও শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক থাকবে|

৫) চোখ, মুখ, কান পরিষ্কার এবং উজ্জল থাকবে|

৬) খাওয়া-দাওয়ার রুচি থাকবে|

৭) লেজ দিয়ে মাছি তাড়াবে|

৮) নাকের অগ্রভাগে বিন্দু বিন্দু ঘাম থাকবে|

৯) জাবর কাটা প্রাণী সমূহ জাবর কাটবে|

১০) প্রস্রাব-পায়খানা স্বাভাবিক থাকবে|

১১) ত্বক এবং লোম মসৃন থাকবে|


পশু চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকা-

এপ্রোন, গামবুট, থার্মোমিটার, স্টেথোসকোপ, সিরিঞ্জ, নিডিল, কাষ্টিং রশি, মোটাব এন্ড পাসচুলা, ড্রেনসিং বোতল, সার্জিক্যাল হ্যান্ডেল ও ব্ল্যাড, হ্যান্ডেল সহ ব্ল্যাড, কেচি, আটারি ফরসেপ, চিমটা, সেলাই করার সূতা(লাইলন সূতা), সেলাই নিডিল, তুলা, টিংচার আয়োডিন, টিট সাইফেন, সার্জিক্যাল ট্রে, সার্জিক্যাল করাত, ট্রকার এন্ড ক্যানুলা, ভেটেনারী ব্যাগ

মন্তব্যসমূহ