প্রাণী চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এমন কিছু এন্টিবায়োটিক ও এন্টিহিস্টামিন

              আসসালামু আলাইকুম,হ্যালো ভিজিটর আশা করি সবাই ভালো আছেন আজকে প্রাণী চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এমন কিছু এন্টিবায়োটিক ও এন্টিহিস্টামিন নিয়ে আজকের আয়োজন| প্রথমেই জেনে নেই,

এন্টিবায়োটিক  কি?
এন্টিবায়োটিক হচ্ছে ছত্রাক বা জীবাণু কৃতক সৃষ্ট এক ধরনের জটিল জৈব রাসায়নিক পদার্থ, যাহা মানুষ বা পশুর দেহে প্রয়োগে জীবাণুর বংশ বিস্তার বা রোধ বা বিনাশ করে তাকেই এন্টিবায়োটিক বলে|

বিঃদ্রঃ এন্টিবায়োটিক সকল প্রকার ব্যাকটেরিয়া জীবাণু ধংস করতে পারে বা রোধ করতে পারে| কিন্তু কোন প্রকার ভাইরাস জীবাণু ধংস করতে পারে না|

এন্টিবায়োটিক সাধারনত দুই প্রকারঃ

(ক) ন্যারো-স্প্রেক্ট্রাম এন্টিবায়োটিকঃ যে সমস্ত এন্টিবায়োটিকের কার্যক্ষমতা কিছু সংখ্যক গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়া জীবাণুর বিরুদ্ধে কাজ করে তাকে ন্যারো-স্প্রেক্ট্রাম এন্টিবায়োটিক বলে|

(খ) ব্রড- স্প্রেক্ট্রাম এন্টিবায়োটিকঃ যে সমস্ত এন্টিবায়োটিকের কার্যক্ষমতা অনেক গুলো গ্রাম নেগেটিভ  ব্যাকটেরিয়া জীবাণুর বিরুদ্ধে কাজ করে তাকে ব্রড- স্প্রেক্ট্রাম এন্টিবায়োটিক বলে|
কিশোরগঞ্জ কৃষি কথা


এন্টিবায়োটিকের কিছু জেনেরিক নেইম এবং ট্রেড নেইম নিম্মে হলঃ
কিশোরগঞ্জ কৃষি কথা
কিশোরগঞ্জ কৃষি কথা
এন্টিহিস্টামিন কি?
     যে ড্রাগটা হিস্টামিনের বিপরিতে কাজ করে তাকে এন্টিহিস্টামিন বলে|


ব্যবহারঃ সাধারনত সর্দি, কাশি, এলার্জী এবং ঔষধের প্বার্শ প্রতিক্রিয়ার জন্য এন্টিহিস্টামিন ব্যবহৃত হয়|

এন্টিহিস্টামিনের কিছু জেনেরিক নেইম এবং ট্রেড নেইমের নাম ও ব্যবহার পদ্ধতি নিম্মে দেওয়া হলঃ
কিশোরগঞ্জ কৃষি কথা


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন