টিকা কি এবং টিকা দেওয়ার সঠিক নিয়মাবলী (পোল্ট্রি এবং গবাদিপশু)


টিকা বা ভ্যাকসিন কি?
টিকা বা ভ্যাকসিন হল, কোন নির্দিষ্ট্য রোগের বিরূদ্ধে ঐ রোগের জীবাণু শরীরে প্রবেশ করিয়ে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলা হয় তাকে টিকা ভ্যাকসিন বলা হয়|
টিকা: হাঁস প্রজনন খামার এন্ড হ্যাচারী লি:

টিকা বা ভ্যাকসিন দুই প্রকার- 
(ক) জীবন্ত টিকা বা লাইভ ভ্যাকসিন
(খ) মৃত টিকা বা কিল ভ্যাকসিন

ক) জীবন্ত টিকা বা লাইভ ভ্যাকসিনঃ যে সমস্ত টিকা কোন একটি নির্দিষ্ট্য প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু কে জীবন্ত রেখে প্রস্তুত করা হয় তাকে জীবন্ত টিকা বা লাইভ ভ্যাকসিন বলে|
খ) মৃত টিকা বা কিল ভ্যাকসিনঃ যে সমস্ত টিকা কোন একটি নির্দিষ্ট্য প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু কে মৃত রেখে প্রস্তুত করা হয় তাকে মৃত টিকা বা কিল ভ্যাকসিন বলা হয়

ভ্যাকসিনেশনঃ- কৃত্রিম উপায়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা গড়ে তুলা পদ্ধতিকে ভ্যাকসিনেশন বলে|

টিকা দেওয়ার সঠিক নিয়মাবলীঃ-
১) ভ্যাকসিন নির্ভরযোগ্য জায়গা হতে সংগ্রহ করতে হবে|
২) যে ভ্যাকসিন যে বয়সে দেওয়ার নিয়ম, সেই ভ্যাকসিন সেই বয়সেই দিতে হবে| ৩) ভিন্ন ভিন্ন মোড়কে বা বোতলে তৈরি দুই বা ততধিক ভ্যাকসিন একসাথে দেওয়া যাবে না|
৪) ভ্যাকসিন গুলানোর মাত্রা ও প্রয়োগ করতে প্রস্তুত কারকের নির্দেশ মেনে চলতে হবে|
৫) প্রস্তুতকারকের নির্দেশ অনুযায়ী ভ্যাকসিন ফ্রীজে রাখতে হবে|
৬) ভ্যাকসিন গুলানোর সময় ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে হবে|
৭) ভ্যাকসিন প্রয়োগের যন্ত্রপাতি কোনক্রমেই রাসায়নিক বস্তু\ঔষধ\ জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করা যাবে না, জীবাণুমুক্ত করতে হলে বিশুদ্ধ ফুটন্ত পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে|
৮) রোগাক্রান্ত অবস্থায় কখনোও ভ্যাকসিন দেওয়া উচিত না|
৯) ভ্যাকসিন দেওয়ার একদিন পূর্ব হতে ভ্যাকসিন দেওয়ার তিনদিন পর রাতে মাল্টি ভিটামিন (AD³E) খাওয়াতে হবে|
১০) গুলানো ভ্যাকসিন এক থেকে দুই ঘন্টার মধ্যে দিতে হবে|
১১) ভোরবেলা বা সন্ধ্যায় ভ্যাকসিন দিতে হবে|
১২) ভ্যাকসিন প্রয়োগের পর ভায়াল বা বোতল মাটিতে পুতে রাখতে হবে|
১৩) ভ্যাকসিন অবশ্যই থার্মোফ্লাক্স দিয়ে পরিবহন করতে হবে|
[বিঃদ্রঃ-টিকা বা ভ্যাকসিন দেওয়ার সঠিক নিয়ম মেনে না চললে টিকা দেওয়া ব্যার্থ হতে পারে| ফলে আপনার খামারের রোগ প্রতিরোধ ব্যবস্থা ধংস হতে পারে| তাই যথাযথ পদ্ধতিতে টিকা দেওয়া উত্তম]


মন্তব্যসমূহ

  1. সঠিক পদ্ধতি অনুসরন না করে কেউ খামারে ভ্যাকসিনেশন করলে অনেক সময় টিকা ব্যার্থ হয়| তাই সকলকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে|

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন