পশু-পাখির রোগ কি এবং কারন সমূহ?

রোগ কি? রোগের কারন সমূহ গুলো কি কি?
পর্যাপ্ত পুষ্টি ও প্রয়োজনীয় পারিপার্শ্বিক পরিবেশ বজায় রাখার পর দেহের স্বাভাবিক কার্য সম্পাদন করতে ব্যর্থ্য হলে, সে অবস্থাকে রোগ বলে|
রোগের কারন সমূহ গুলো নিম্মে দেওয়া হলঃ-
১) বায়োলজিক্যাল এজেন্টঃ- বায়োলজিক্যাল এজেন্ট দুই প্রকার- (ক) মাইক্রো বায়োলজিক্যাল এজেন্টঃ এমন কিছু ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র জীবন্ত বাহক আছে, যাদের খালি চোখে দেখা যায় না, এদের কারনে শরীরে রোগ দেখা গেলে এদের মাইক্রো বায়োলজিক্যাল এজেন্ট বলে| যেমনঃ ভাইরাস, ব্যাকটেরিয়া,ছত্রাক, রিকেটসিয়া, ক্লামাইডিয়া ইত্যাদি|
(খ) ম্যাক্রো বায়োলজিক্যাল এজেন্ট বা পরজীবিঃ এমন কিছু জীবানু আছে যাদের খালি চোখে দেখা যায়, এসব জীবানু দ্বারা রোগ দেখা দিলে তাকে ম্যাক্রো বায়োলজিক্যাল এজেন্ট বা পরজীবি গঠিত রোগ বলে|
যেমন: কৃমি, উকুন, আটালী, মাশা- মাছি, দাশ, মাইট ইত্যাদি l
২) ফিজিক্যাল এজেন্টঃ বিভিন্ন আঘাত জনিত কারনে সৃষ্ট রোগ সমূহ কে ফিজিক্যাল এজেন্ট বলে| যেমন- বর্জ্র পাতে আঘাত, পা ভেঙ্গে যাওয়া, মারামারি জনিত আঘাত ইত্যাদি|
৩) ক্যামিকেল এজেন্টঃ বিভিন্ন রাসায়নিক দ্রব্য দ্বারা আক্রান্ত রোগ সমূহ কে ক্যামিকেল এজেন্ট বলে| যেমন- বিষক্রিয়া, এসিড, সোডিয়াম, পটাসিয়াম ইত্যাদি|
৪) অপুষ্টি বা মেটাবলিক গোলযোগঃ পর্যাপ্ত পুষ্টির অভাবে এবং স্যাতসেতে পরিবেশের কারনে সৃষ্ট রোগ সমূহকে অপুষ্টি বা মেটাবলিক গোলযোগ বলে| যেমন- দুগ্ধজ্বর, রাতকানা, ফিটোসিস ইত্যাদি|
৫) ইমিউনোলজিক্যাল গোলযোগ বা রোগ প্রতিরোধ ক্ষমতাঃ এ্যালার্জি, হাঁপানি, বংশগত রোগ, হাইপারসেন্সিভিট ইত্যাদি|

মন্তব্যসমূহ