পোস্টগুলি

আগস্ট, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হাঁস-মুরগির রোগ পরিচিতিঃ ফাউল কলেরা

ছবি
ফাউল কলেরা ফাউল কলেরা হাঁস-মুরগির একটি ছোয়াচে রোগ। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগে মৃত্যুর হার প্রায় ৫০-৭৫% পযন্ত হতে পারে। এতে খামার বেশ আর্থিক ক্ষতি সম্মুখীন হয়। ফাউল কলেরা কেন হয়? ফাউল কলেরা Pasteurella matocida   নামক ব্যাক্টেরিয়া দ্বারা হয়ে থাকে । Pasteurella matocida নামক ব্যাক্টেরিয়া ফাউল কলেরা সম্পকে কিছু তথ্যঃ ১।  ২-৪ মাস বয়সের হাঁস-মুরগিতে এই রোগ দেখা যায়। ২। অতিরিক্ত গরম পড়লে মুরগি এই রোগে বেশি আক্রান্ত হয়। ৩। এছাড়া পরিবেশে বেশি পরিমান আদ্রতা থাকলে ও এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে । ফাউল কলেরা রোগের লক্ষণঃ ১) তীব্র আক্রমনের ক্ষেত্রে কোন লক্ষণ প্রকাশের পূর্বেই পাখী মারা যায়। ২) তাপমাত্রা বেড়ে যাওয়া, ক্ষুমামন্দা, উস্কো-খুস্কো পালক, মুখ দিয়ে লালা পড়া, মুখমন্ডল রক্তাভ হয়ে যাওয়া, দুর্গন্ধযুক্ত পায়খানা হওয়া, শ্বাস-প্রশ্বাসের হার দ্রুততর হওয়া ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। ৩) প্রাথমিক আক্রমরের ক্ষেত্রে সাদা ও পাতলা পায়খানা দেখা যায়। পরে পায়খানা সবুজ হয় এবং মিউকাস মিশ্বিত পাতলা পায়খানা দেখা যায়। ৪) এ রোগে আক্রন্ত হাঁস-মোরগ-মুরগী শুকিয়ে যায় এবং পানি শূন্য